বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ও বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাথরঘাটা ওয়ার্ড : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। সরকার দেশের ব্যাপক উন্নয়ন করে চলছে। শেখ হাসিনার নেতৃত্বে জনবান্ধব এ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।

তিনি গত ১৪ এপ্রিল নগরীর পাথরঘাটা রবীন্দ্র-নজরুল একাডেমি মিলনায়তনে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাউন্সিলর পুলক খাস্তগীরের ব্যবস্থাপনায় শিক্ষা উপমন্ত্রীর উদ্যোগে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের প্রায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনছুর, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মো. আবসার উদ্দীন চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, ফজলে আজিজ বাবুল. মো. আশফাক আহম্মেদ, প্রবাল চৌধুরী মানু প্রমুখ।
একুশের আলো ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে মানবিক প্রতিষ্ঠান একুশের আলো ফাউন্ডেশন। গত ২০ এপ্রিল রাউজান পৌরসভার পশ্চিম গহিরা বায়তুন নূর দারুচ্ছুন্নাহ মাদরাসা হেফজখানা, আলম মাবিয়া হেফজখানা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমীম গৌরিচরণের পৃষ্ঠপোষকতায় ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর আলমগীর আলী। সংগঠনের সভাপতি উৎপল বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মো. তাজুল ইসলাম।

সাতকানিয়া প্রেসক্লাব: সাতকানিয়া প্রতিনিধি জানান. সাতকানিয়া প্রেসক্লাব ও আইডিএফের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া- লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল প্রমুখ।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন : চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল আজ শুক্রবার সিজেকেএস শপিং কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি থাকবেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন। উদ্বোধক আহম্মেদ মাহী রাসেল, বিশেষ অতিথি প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন, ৯নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম। সংগঠনের সভাপতি সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চালক শ্রমিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রতাপ চন্দ রায়, মো. রিজোয়ান উদ্দীন, আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহ আলম, মহিউদ্দিন আহমেদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধরমজানে হাইড্রেটেড থাকবেন কীভাবে