বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের অনুষ্ঠান

| শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল জে এম সেন হলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্বামী শক্তিনাথানন্দ মহারাজ।

অনুষ্ঠান উদ্বোধন করেন দুলাল কান্তি মজুমদার। আলোচনায় অংশ নেন, প্রফেসর রীতা দত্ত, আশরাফুল ইসলাম, মৃণাল কান্তি সূত্রধর, সম্পাদক তাপস হোড়, অধ্যাপক নারায়ণ চৌধুরী ও শিল্পী মানু মজুমদার।

চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক ছিলেন চবি চারুকলা বিভাগের শিক্ষক প্রফেসর প্রণব মিত্র চৌধুরী ও উত্তম বড়ুয়া। শেষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের ক্ষুদে শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমায় তো কেউ নিমন্ত্রণ করেনি নিজের বিয়ের খবরে বললেন সিদ্ধার্থ
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি ক্রিকেটে এন্ট্রির সময় বর্ধিত