বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের মানববন্ধন

ম্যুরাল বসানোর দাবি

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের নেতৃত্বে ঢাকা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে গত ৩১ ডিসেম্বর সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা আগামী ১২ জানুয়ারি ২০২২ বিপ্লব মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের ৮৯তম ফাঁসি দিবসের আগে ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল সংযুক্ত করার দাবি জানান। বক্তারা বলেন, এ দাবিতে বিভিন্ন সময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও সংবাদ সম্মেলন করা হয়। কিন্তু প্রশাসন কোনো ভূমিকা না রাখার কারণে আমরা আজকে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠক মো. তানভীর আহমেদ, মো. জসিম উদ্দীন, মো. সাইফুল কবির, সজল চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৫ প্রতিবন্ধী ও তিন ক্যান্সার আক্রান্তকে সহায়তা