বিদ্যাদেবীর আরাধনায় উৎসবমুখর চট্টগ্রাম

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৬ অপরাহ্ণ

নগরীতে উৎসবমুখর পরিবেশে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।
বিদ্যাদেবীর কৃপালাভের আশায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই পূজা উদযাপিত হচ্ছে।
ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। বাংলানিউজ
আজ মঙ্গলবার সকাল থেকে ঢোল-বাঁশি বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে উৎসব সহকারে নগরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়া হয় দেবীর প্রতিমা। সরস্বতী পূজাকে কেন্দ্র করে পুরো নগরে উৎসবের আমেজ দেখা যায়।
নগরীর পাড়ায় পাড়ায়, অলিগলিতে পূজামণ্ডপে পূজার্থীরা মায়ের পাদপদ্মে স্বাস্থ্যবিধি মেনে অঞ্জলি দেন ভক্তরা। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়েছে অনেক স্থানে।

পূর্ববর্তী নিবন্ধসেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা
পরবর্তী নিবন্ধরাউজান-রাঙ্গুনিয়া-লোহাগাড়ায় ৮ ইটভাটা ধ্বংস