বিজয় দিবস

বাসন্তিকা বড়ুয়া | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

ষোল ডিসেম্বর ‘একাত্তর বাংলার ঘরে ঘরে
আসে সুখের জোয়ার;
সংগ্রামী চেতনায়, মেধা ও মননে চর্চিত,
লব্ধ অমূল্য নির্যাস
বজ্রকণ্ঠে ধ্বনিত অমৃতময় বাণী -‘
মুক্ত, স্বাধীন স্বদেশ’!
বাংলাকে যারা করেছে ছারখার,
নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে,
শোষক, ঘাতকের দল মেনে নেয় হার।
স্বজন -হারানোর বেদনায় বিমূঢ়, ব্যথিত;
সুখের পরশে শোক – তাপ মুছে নিমেষে,
বিজয় গৌরবে হয়ে উঠে উচ্ছ্বসিত;
শ্রম আর ভালোবাসায় গড়ে তোলে সবুজ – শ্যামল একটি দেশ,
পৃথিবীর মানচিত্রে যার নাম – ‘বাংলাদেশ’।
রক্ত আর অশ্রু দিয়ে দুর্লভ এই প্রাপ্তিতে,
মোরা গর্বিত, আনন্দে আপ্লুত;
ছায়া সুনিবিড় সুখের এই নীড়ে,
শান্তি আর সমৃদ্ধির লক্ষ্যে
বাংলার জনগণ চলেছে এগিয়ে অবিরত,
উন্নয়নের জোয়ারে রাখিতে অব্যাহত।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চাশের স্বাধীনতা
পরবর্তী নিবন্ধঅগ্রগতির বাংলাদেশ হোক অসামপ্রদায়িক চেতনার মূলভিত্তি