বিজিসি ট্রাস্ট ভার্সিটির সিএসই বিভাগে উইন্টার স্কুলের উদ্বোধন

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী অনলাইন উইন্টার স্কুলের উদ্বোধন গতকাল সকাল ১০টায় বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুর আলম। প্রভাষক সাবরিনা জাহান মাঈশার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
চারদিনব্যাপী উক্ত উইন্টার স্কুলে প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, গেমিং কনটেস্ট, রিসার্চ টপিক প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রেজেন্টেশন, দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ পরিচালিত কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। এই সামার স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও দেশ-বিদেশের খ্যাতনামা অতিথিদের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারবে, যা তাদের ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মশ্রী খেতাব পেলেন সনজীদা খাতুন ও কাজী সাজ্জাদ আলী জহির
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে পুড়ল ১৪ বসতঘর