বিজিসি ট্রাস্ট ভার্সিটির আইকিউএসি’র কর্মশালা

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইকিউএসি এর উদ্যোগে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক এক কর্মশালা আইকিউএসি’র পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব। কী নোট স্পীকার ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. ইমরান চৌধুরী। বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জাহেদ বিন রহিম। প্রধান অতিথি বলেন, প্রত্যেক মানুষের সুন্দর জীবন তৈরী করার জন্য একটি পরিকল্পনা থাকা প্রয়োজন। আমাদের অনেকেরই লক্ষ্য থাকে উচ্চতর শিক্ষা গ্রহণ শেষে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিজেকে তৈরী করবো, কেউ আবার নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরী করতে চান, তবে সর্বক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে আপনি কিভাবে একজন দক্ষ সংগঠক ও ব্যবস্থাপক হিসেবে নিজেকে তৈরী করবেন, আর তা সঠিকভাবে করতে পারলেই তবেই আপনি সর্বক্ষেত্রে সফল হবেন।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সব সময় ছাত্রছাত্রীদের গড়ে তোলার জন্য সেমিনার, সিম্পোজিয়াম,কর্মশালার আয়োজন করে যা কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে বলে আমি মনে করি।এতে বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অনিবন্ধিত চার ডায়াগনস্টিক সেন্টারে তালা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিএইচবিএফসির শাখা অফিস উদ্বোধন