বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও আলিয়ঁস ফ্রঁসেজের মধ্যে সমঝোতা স্মারক

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ৪:১৯ অপরাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মধ্যে এক সমঝোতা স্মারক চন্দনাইশস্থ বিজিসি বিদ্যানগরে অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার (১৬ মার্চ)।
উক্ত স্মারকের মূল উদ্দেশ্য হচ্ছে আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃক বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ফরাসী ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় করা, আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃক একজন ফরাসী ভাষার শিক্ষক দ্বারা বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র-ছাত্রীদের ফরাসী ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, উভয় প্রতিষ্ঠানের অধ্যাপকদের নিয়মিত সেমিস্টার পরবর্তী মূল্যায়ন সভার মাধ্যমে ছাত্রদের ফরাসী ভাষা শিক্ষার অগ্রগতির মূল্যায়ন করা, ফরাসী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফরাসী ভাষা শিক্ষার্থীদের জন্য DELFA1 পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী তাদের পরিচয় প্রদান, ফরাসী ভাষা নির্ভর দেশসমূহে উচ্চশিক্ষা গ্রহণে তথ্যাদি প্রদান, আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফরাসী ভাষা শিক্ষার্থীদের জন্য আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের রিসোর্স সেন্টারে সার্বক্ষণিক অংশগ্রহণের সুযোগ প্রদান।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব এবং আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ ডিরেক্টর ড. সোলভেম তোরেজ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
সমঝোতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, আলিয়ঁস ফ্রঁসেজ-এর ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. গুরুপদ চক্রবর্তী, বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, আলিয়ঁস ফ্রঁসেজ-এর ফরাসী ভাষা শিক্ষক মিরিয়াম রোসিও।
উক্ত সমঝোতা স্মারকের অধীনে উভয় পক্ষ ভবিষ্যতে তাদের কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করে।

পূর্ববর্তী নিবন্ধভোক্তা অধিকার সুরক্ষায় সোচ্চার হতে হবে সর্বসাধারণকে
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা