বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩১ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ. এম. আওরঙ্গজেব।
বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এ.এন.এম.ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, প্রফেসর ড. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, প্রফেসর খালেদ বিন চৌধুরী, অধ্যাপক কামাল উদ্দীন, প্রফেসর নাজনীন আক্তার, প্রফেসর অনিন্দ্য কুমার নাথ, প্রফেসর মোহাম্মদ সালাহউদ্দীন চৌধুরী, প্রফেসর আবদুর রশিদ, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতির শ্রেষ্ঠ সম্পদ বুদ্ধিজীবীদের নির্মম ও বর্বরভাবে হত্যা করা হয়। তারা মনে করেছিল জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলে জাতি মেধাহীন হয়ে যাবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদীপ দেওয়ানজীর রচনা এবং সাহিদ এমরান শিসুর নির্দেশনায় থিয়েটার জয় বাংলা ‘কাদামাখা মাইক্রোবাস’ নাটকটি পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার অস্ত্র উদ্ধার