বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের উদ্বোধন

| শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের উদ্বোধন মিডিয়া এন্ড পাবলিসিটি সেলের সদস্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ পাঠকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। পৃষ্ঠপোষক ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আফরিন আহমেদ হাসনাইন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান। ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়স্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ন বৈদ্য, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, মিডিয়া ও জার্নালিজম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুর রশিদ, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান প্রমুখ। প্রধান অতিথি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির আধুনিক এই যুগে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সমগ্র পৃথিবী এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রতিদিনকার কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আজকের এই অনলাইন পোর্টাল উদ্বোধনের মাধ্যমে নিজেদের কার্যক্রমকে আরও বেশী সমৃদ্ধ করেছে। ট্রাস্টি বোর্ডের সদস্য আফরিন আহমেদ হাসনাইন বলেন, পল্লী অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম থেকে তার জন্য আজকের এই অনলাইন পোর্টাল উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতাময় বিশ্বে প্রযুক্তির মাধ্যমে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ছড়িয়ে দেয়ার যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন তার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্সির দায়িত্ব্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধসম্মেলনের আড়াই বছর পর সীতাকুণ্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি