বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে আইকিউএসি’র মিলনায়তনে সেমিনারে উপস্থিত ছিলেন এমবিএ কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তী এবং কি নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন কনসর্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব প্ল্যান্ট এবং গ্লাক্সোস্মিথ ক্লাইন বাংলাদেশের সাবেক হেড অব সাপ্লাই চেইন এস.এম আশরাফুর রহমান।

কি নোট স্পীকার এস.এম আশরাফুর রহমান বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকার জন্য সাপ্লাই চেইনের গুরুত্ব অপরিসীম। পরবর্তীতে তিনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবিধ কার্যাবলী আলোচনাপূর্বক শিক্ষার্থীদের প্রায়োগিক ধারণা প্রদান করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার প্রত্যয়
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলসের বার্ষিক সভা