বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৫৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এমবিএ এবং এম এ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেবের সভাপতিত্বে ভার্চুয়্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরিন আহমদ হাসনাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফ.এম. আখতারুজ্জামান কায়সার। ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. খালেদ বিন চৌধুরী, এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, এম এ ইন ইংলিশ প্রোগামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক আবদুর রশিদ, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমরান আহমদ তামিম, জিকু দাশ। প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদেরকে অবশ্যই যোগাযোগ দক্ষতা বাড়ানোসহ তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ সমূহের কি রকম প্রভাব আমাদের মত দেশসমূহে পড়তে পারে সে সম্পর্কে বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি যুগোপযোগী জ্ঞান অর্জন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাইভে আসছেন শাবনূর
পরবর্তী নিবন্ধসিসিপিসি রোভার স্কাউট গ্রুপের আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন