বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি আজ

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ প্রথম অধিবেশনে বসার দিন এক ঘণ্টা আগে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। এর মধ্যে ঢাকায় বিএনপি জড়ো হবে সাতটি জায়গায়। ঢাকাসহ সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভার প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীসমর্থকরা এই কর্মসূচি একযোগ পালনের সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খবর বিডিনিউজের। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনাসহ নানা দাবিতে গত শুক্র ও শনিবার কালোপতাকা মিছিল করেছে বিএনপি। শনিবারের কর্মসূচিতে সংসদ অধিবেশনে বসার দিন ফের একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ছোট ছোট দলগুলোও বিএনপির সঙ্গে মিল রেখেই একই কর্মসূচি দিয়েছে। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এবি পার্টিও আলাদা আলাদাভাবে মিছিল করবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধযুবককে দুইবার যাবজ্জীবন