বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর ইন্তেকাল

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি গত এক মাস যাবত অসুস্থতায় ভুগছিলেন। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান।
২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাবীবুল্লাহ সিরাজী। তিনি ২০১৬ সালে একুশে পদক, ২০১০ সালে রূপসী বাংলা পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।
কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধবকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মরত একাংশের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন ওয়াহিদুল আলম