বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া গত সোমবার সকালে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ,বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুব আলম, অচিন্ত্য চক্রবর্তী, মো. জসীম উদ্দিন, তাহেরা বেগম,সুমিতা দেওয়ানজী, শুলভ সিকদার,বিপ্লবী রাণী সুশীল, প্রীতি বড়ুয়া, সেতু দে, রতন দাশ প্রমুখ। ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা ব্যাডমিন্টন, গোলক নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘলাফ, দৌড় ও গনিত দৌড়,সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামীকাল ৭ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ করা হবে বলেন জানান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ।

পূর্ববর্তী নিবন্ধআসরে বাংলাদেশের দুই শিল্পী
পরবর্তী নিবন্ধসুইফটের বাজিমাত