বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২১ মে, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব১৭) উদ্বোধনী খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেখেরখীল ইউনিয়ন একাদশ বনাম শীলকুপ একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলার উদ্বোধনীতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন, এডভোকেট রায়হান চৌধুরী রনি, প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, শেখ মুজতবা আলী চৌধুরী মিশু, শীলকুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার জাফর ইকবাল, অতিরিক্ত সম্পাদক মো. হামিদ উল্লাহ, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া, সদস্য রোজিয়া সুলতানা রোজি, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আক্তার হোসেন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহামুদুল ইসলাম, যুবলীগ নেতা রশিদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেখেরখীল ইউনিয়ন একাদশ বনাম শীলকুপ একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় একমাত্র গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয় শেখেরখীল একাদশের দুর্জয় সুশীল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাছির উদ্দিন, সহকারী ছিলেন মো. মিজান ও টিপু সাহা। ধারাভাষ্যে ছিলেন শরীফ মাহাবুবুল হক ও মো. জামাল।

পূর্ববর্তী নিবন্ধঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম হাসান
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডের তিন ক্রিকেটার করোনা পজেটিভ