বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শেখেরখীল চ্যাম্পিয়ন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৬ জুন, ২০২১ at ৭:৪৩ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ (বালক) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখেরখীল একাদশ। শনিবার বিকালে বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেখেরখীল একাদশ টাইব্রেকারে ৪-২ কাথরিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কাথরিয়ার সোমেন, সেরা গোলকিপার শেখেরখীলের আনাছ, সেরা গোলদাতা চাম্বল একাদশের আদিল এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন শেখেরখীলের রানা দেব দাশ।
খেলা শেষে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। অতিথি ছিলেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আজিজুল ইসলাম, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন সিকদার, খানখানাবাদের চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী, কাথরিয়ার চেয়ারম্যান মো. শাহাজাহান চৌধুরী, বাঁশখালী থানার এসআই নাজমুল হক, আকতার হোছাইন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক মো. হামিদ উল্লাহ, জাফর ইকবাল, প্রকাশ বড়ুয়া, মাওলানা আকতার হোছাইন, মো. তারেক, সাইফুল আজম, স্বরুপ দেবনাথ প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারি বিটু রাজ বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধসেই খবরে ক্লিক করেছে কারা
পরবর্তী নিবন্ধবাছাইপর্বের শীর্ষে ব্রাজিল