বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ২:২২ অপরাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সহ ২ মহিলাকে আটক করেছে। আটককৃত মহিলারা হলেন টেকনাফ হোয়াইকং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মোহাম্মদের স্ত্রী রাবেয়া খাতুন(৪৮), টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড়ের জালিয়াপাড়া এলাকার মৃত আবদুল্লাহর স্ত্রী আয়েশা বেগম (৪৫)।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবাব সন্ধ্যায় গোপনে ইয়াবা পাচার হচ্ছে এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই আকতার হোছাইনের নেতৃত্বে একদল পুলিশ বাঁশখালীর সর্বদক্ষিণের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয়।
সেখানে তল্লাশি চলাকালে রাস্তার উপর থেকে সন্ধ্যায় প্রথমে ১ হাজার পিস ইয়াবা সহ টেকনাফ হোয়াইকং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মোহাম্মদের স্ত্রী রাবেয়া খাতুন(৪৮)কে আটক করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) মূলে মামলা করা হয়, বাঁশখালী থানার মামলা নং ২৪।
একই এলাকায় রাতে অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড়ের জালিয়াপাড়া এলাকার মৃত আবদুল্লাহর স্ত্রী আয়েশা বেগম(৪৫)কে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(১)এর টেবিলের ১০(ক) মূলে মামলা করা হয়, বাঁশখালী থানার মামলা নং ২৫।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ২ মহিলাকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
এ ঘটনায় রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা এবং গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নতুন ৬ করোনা রোগী
পরবর্তী নিবন্ধসুপার বোর্ডের সুপার ব্র্যান্ড এওয়ার্ড ২০২০ অর্জন