বাঁশখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও সভা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময় ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অফিসার্স ক্লাব হলরুমে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রসাশনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি কল্যাণ বড়ুয়া। মিঠু কুমার দাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রকৌশলী লিপটন ওম, কৃষি কর্মকর্তা ইমাম হোসেন মো. ছগীর প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ একটি

দুর্যোগপূর্ণ এলাকা। তাই যে কোন দুর্যোগ থেকে রক্ষা পেতে এদেশের জনগনকে সর্তক থাকতে হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া-লোহাগাড়ায় হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে, আরও হবে
পরবর্তী নিবন্ধসিএমসিসিআই’র সাধারণ সভায় তিন বছরের অডিট রিপোর্ট পেশ