বাঁশখালীতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে পাহাড় কাটা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় নুরুল আবছার (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি খননযন্ত্র ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। গতকাল রোববার সকালে উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শমছুইয়াঘোনা এলাকায় প্রশাসনের অভিযানে এসব জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, গোপন সূত্রে অবৈধভাবে মাটি কাটার ব্যাপারে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি খননযন্ত্র ও একটি ডাম ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া পাহাড় কাটার অপরাধে পুইছড়ি এলাকার মৃত রশিদ আহম্মেদের পুত্র নুরুল আবছারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শিশুকে যৌন হয়রানির অভিযোগ
পরবর্তী নিবন্ধইছামতী তীরের ২০ কিমিতে কয়েকশ অবৈধ স্থাপনা