বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২১ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘরের সর্বস্ব পুড়ে গিয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ সূত্রে জানা যায়।
স্থানীয়রা জানান, সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধইয়ার বাড়িতে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সংঘটিত এই অগ্নিকাণ্ডে প্রবাসী জাফর আহমদ, জহির আহমদ, আবদুস ছবুর, মর্তুজা বেগম ও মফজল আহমদের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ততক্ষণে ৫ বসতঘরের নগদ টাকা, মূল্যবান আসবাবপত্র ও স্বর্ণালংকার পুড়ে গিয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর পক্ষে ইউপি সচিব হারুনুর রশিদ নগদ অর্থ প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, “উপজেলার ‘সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় ৫ বসতঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে।”
তাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএক দিনে মৃত্যু ১২, শনাক্ত ৫২৫
পরবর্তী নিবন্ধবান্দরবানে মিয়ানমার সীমান্তে বিজিবি’র নিরাপত্তা জোরদার