বর্ষা

অপু বড়ুয়া | বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

গ্রীষ্মের দিন শেষে
মন পায় ভরসা
টুপ টাপ ঝুপ ঝাপ
শুরু হয় বরষা।

রিম ঝিম ঝুম ঝুম
বৃষ্টির ছন্দে
বন মাতে মন কাড়া
কেতকীর গন্ধে।

নদ নদী বিল ঝিল
জলে জলে সয়লাব
বাড়ে জনদুর্ভোগ
তারপরও হয় লাভ।

মাছেদেও মউসুম
ঘনঘোর বরষা
ইলিশের এই দিনই
জেলেদের ভরসা।

পূর্ববর্তী নিবন্ধবাবা মানে
পরবর্তী নিবন্ধবাবা