বন্ড সুবিধার অপব্যবহার করে সাড়ে ৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকি

আদায়ে দাবিনামা নোটিশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

কর্ণফুলী ইপিজেডের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হেলা ক্লথিং (বিডি) লিমিটেডের বিরুদ্ধে বন্ড সুবিধা অপব্যবহারের মাধ্যমে ফাঁকিকৃত ৫৫ লাখ ৫১ হাজার ৯০৮ টাকা রাজস্ব আদায়ে দাবিনামা নোটিশ জারি করেছে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট। বন্ড কমিশনার একেএম মাহাবুবুর রহমান স্বাক্ষরিত সেই নোটিশে বলা হয়, গত ১ জানুয়ারি ২০১৯ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত দুই বছরের বার্ষিক নিরীক্ষার জন্য বেপজার অনলাইন ড্যাসবোর্ড থেকে ইমপোর্ট পারমিট যাচাই করা হয়। যাচাইকালে দেখা যায়, বেশ কিছু পণ্যের ক্ষেত্রে বেপজার গেট পাশ ইস্যু করা হয়নি। অর্থাৎ ইপিজেডের অভ্যন্তরে পণ্য প্রবেশ হয়নি। সুতরাং এতে প্রতীয়মান হয় যে, আমদানিকারক বন্ড সুবিধার অপব্যবহার করে কাঁচামাল অবৈধভাবে অপসারণ করেছে। অপসারণকৃত কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় ৪৫ কোটি ৬০ লাখ ৭৮৭ টাকা। এছাড়া শুল্ক কর বাবদ ৫৫ কোটি ৫১ লাখ ৯০৮ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বিধায় তা আদায়যোগ্য বলে নোটিশে উল্লেখ করা হয়। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনার একেএম মাহাবুবুর রহমান দৈনিক আজাদীকে বলেন, গত বছরের অক্টোবরের শেষদিকে আমরা হেলা ক্লথিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহার করে ফাঁকিকৃত ৫৫ লাখ ৫১ হাজার ৯০৮ টাকার দাবিনামা ও কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলাম। তারা নোটিশের জবাব দেয়ার পর একমাস সময় চান। সেই একমাস সময় পেরিয়ে যাওয়ার পরে সম্প্রতি আরো ১৫ দিনের সময় চান প্রয়োজনীয় নথি দাখিলের জন্য।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার ৫০ বছর পরও মেলেনি স্বীকৃতি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চেম্বার সভাপতির সাক্ষাৎ