বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতি মালামাল লুট, ১৬ জেলে আহত

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে প্রাণে বেঁচে কূলে ফিরে এলেন মহেশখালীর আহত ১৬ জেলে। ডাকাতির শিকার ফিশিং ট্রলার মালিক ও জেলেরা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া বাসিন্দা।
দস্যুতার শিকার ফিশিং ট্রলার এফবি নুরশেদের মালিক মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার গোলাম বারী মাঝি জানান, গত ৫ মার্চ তিনি ১৫ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। প্রথম দিনে প্রায় ৯ শ পিস ইলিশ মাছ আহরণের পর ৮ মার্চ গভীর রাতে বঙ্গোপসাগরের গুলিদ্বার নামক স্থানে মাছ আহরণের জন্য জাল পাতেন। এ সময় একটি ফিশিং ট্রলার যোগে ২৫/৩০ জন জলদস্যু এসে তার ফিশিং বোটে উঠে তাকে সহ মাঝিমাল্লাদের বেধড়ক মারধর করে। পরে তাদে কেবিন ঘরে আটকে রেখে ট্রলারে থাকা সব ইলিশ মাছ, জাল ও তাদের সবার মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময় জলদস্যুরা ইঞ্জিনের
যন্ত্রাংশ ভেঙে ফিশিং বোটটি অচল করে দেয়। জলদস্যুদের মারধরে মালিক সহ ১৬ মাঝিমাল্লা সকলেই আহত হন। ফিশিং ট্রলারটি এক দিন এক রাত সাগরে ভাসতে থাকে। পরে অন্য একটি ফিশিং ট্রলারের সহায়তায় ৯ মার্চ বিকালে আহত জেলেরা গোরকঘাটা জেটিঘাটে ফিরে আসেন।

পূর্ববর্তী নিবন্ধরপ্তানি নিষিদ্ধ করে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব রাশিয়ার
পরবর্তী নিবন্ধবিদায়ের সুর বইমেলায়