বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলাই হোক শেখ রাসেল দিবসের অঙ্গীকার

জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলে এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিশুদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শেখ রাসেল দিবসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই হোক সকলের অঙ্গীকার। গত সোমবার চট্টগ্রাম আদালত চত্বরে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন মারুফ। সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সেলিম উদ্দিন, মুনির উদ্দিন চৌধুরী, এসডি বাবলা, সিরাজুল ইসলাম হৃদয়, অলক বড়ুয়া,এম এ মালেক, মোজাফফর আহমদ, রৌশনুজ্জামান, আবু তাহের, এস এম ফারুক, ইমরানুল হক আজাদ, ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক। পরে মেলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন উপলক্ষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম উত্তর জোনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। গত ১৮ অক্টোবর চট্টগ্রাম উত্তর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের সিনিয়র অফিসার মোহাম্মদ মশিউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জামাল হোসেন, ধীমান কান্তি রায় ও আব্দুস ছবুর। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ ১৫ আগস্ট শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আকবরশাহ্‌ থানা শেখ রাসেল জন্মবার্ষিকী উদ্‌যাপন পরিষদ : আকবরশাহ্‌ শেখ রাসেল জন্মবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি. প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ নেতা সফি বাঙালি, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান । বক্তব্য রাখেন কামাল উদ্দিন মাস্টার, মোঃ ইকবাল, মোঃ হারুন উর রশিদ এম.এ, সাইদুর রহমান পুতুল, আব্দুল জব্বার, তাজুল ইসলাম, মোঃ লোকমান, নারী নেত্রী সবিতা বিশ্বাস, সোমা দাশ, রূপা আক্তার, নূরুল হক, ইরফান আলী, মোঃ জাফর, মোঃ জানে আলম। সভা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
নোয়াপাড়া ডিগ্রি কলেজ : নোয়াপাড়া ডিগ্রি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়। সকাল ১০টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শেখ রাসেলের জীবনী উল্লেখপূর্বক তাঁর জন্মদিনে বাংলাদেশ হোক সব শিশুর, সব মানুষের নিরাপদ বাসভূমি-এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল ১৫৯ জন কৃতী শিক্ষার্থীকে শেখ রাসেল সম্মাননা স্মারক প্রদান, শিশু সমাবেশ, জন্মদিনের কেক কাটা ও ধর্মীয় অনুষ্ঠান। নগরীর একটি হেফজ খানায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ আমান উল্লাহ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ‘শহীদ শেখ রাসেলের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডীন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। আলোচনা করেন শেখ রাসেল সম্মাননায় ভূষিতদের সুযোগ্য পিতা এ কে জাহেদ চৌধুরী, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সাংবাদিক আলী আহমদ শাহীন, জয়নাল আবদীন চৌধুরী আজাদ, নাজমুল হুদা, মীর আবদুর রহমান মামুন। আরো আলোচনা করেন আসিফ ইকবাল ও রিয়াতুল করিম, শিক্ষার্থী আসিফ ইবনে চৌধুরী রবিন, ইফাজ তাজওয়ার খান, মোহাম্মদ নাজিব হুদা, আসিফুর রহমান, মুনসিফ রহমান ইরাম ও তাজনুর চৌধুরী তৌসিফ।
মহানগর যুবলীগ : শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল বাদ আসর নগরীর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের বিপোরীত পাশে মোসাফিরখানা জামে মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহ্‌বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমন, সদস্যদের মধ্যে সাইফুল ইসলাম, শাখাওয়াত স্বপন, নেছার আহাম্মদ, হেলাল উদ্দিন, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, আব্দুল আওয়াল, খোকন চন্দ্র তাঁতি, শেখ নাছির আহাম্মদ, আবু বক্কর ছিদ্দিকী, দেলোয়ার হোসেন দেলু, ইকবাল ইকরাম চৌধুরী, শামীম, সরওয়ার খান, সাইফুর রহমান রাজু, কফিল উদ্দিন, আলাউদ্দিন আলো, আতিক উল্লাহ প্রমুখ।
আ.লীগ নেতা আবু বক্কর চৌধুরী : ‘সব শিশুর অন্তরে বসবাস করুক শেখ রাসেল’- এ প্রতিপাদ্য নিয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে ছকিনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও খুলশী থানা আওয়ামী লীগ নেতা আবু বক্কর চৌধুরীর উদ্যোগে নাসিরাবাদ শাহীন স্কুলের সামনে দুই-শতাধিক শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক প্রতিটি শিশুদের হাতে একটি ললিপপ চকলেট তুলে দেন। এতে আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, জাহেদ হোসেন, মনির হোসেন, শাখাওয়াত হোসেন অপু, নুরুল আবছার রাফি, মোহাম্মদ আদনান, শ্রাবন বড়ুয়া, মো. বাদশা, নাজিম উদ্দীন প্রমুখ।
চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ : নগরীর চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগে শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য কেবিএম শহিদুল কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি সদস্য শাফায়েতুল হক জাবেদ, মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী মোরশেদ। বক্তব্য রাখেন চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ওয়াহিদুল আলম ওয়াহিদ, আলমগীর, ইকবাল হোসেন, জামান, নওসাদ, বখতিয়ার, জয়, পারভেজ, সাজ্জাদ হোসেন, আশরাফুল আলম, তাসবির, আসিফ ইমরান, আবিদ, জাহেদ, এহাসান, ইমতিয়াজ, ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী।
আমরা রাসেল পরিষদ : আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগর ও থানা ওয়ার্ডের উদ্যোগে নাসিরাবাদস্থ একটি হোটেলের সামনে সিডিএ এভিনিউওতে আলাচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবেক হাসিনা জাফর। আমরা রাসেল পরিষদ মহানগরের আহবায়ক শাহেদুল আলম অপুর সভাপতিত্বে ও নগর যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন টিটুর পরিচালায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বিশেষ অতিথি ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মোহসীন। বক্তব্য রাখেন, নাছির উদ্দিন, মফিদুল হক মামুন, দুলাল আহম্মেদ, মো. আমানুল্লাহ আমান, মো. মোজাসের আলম, এয়াকুব হোসেন, আরমান মিয়া, মো. শাকিল আহম্মেদ, মোহাম্মদ হোসেন, রাহুল দাশ প্রমুখ।
পূর্বনাসিরাবাদ ও খুলশী থানা ছাত্রলীগ : পূর্বনাসিরাবাদ ৮নং শুলকবহর ওয়ার্ড ও খুলশী থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে নাসিরাদে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন। ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও খুলশী থানা ছাত্রনেতা মোহাম্মদ হোসেনের পরিচালায় আলোচনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটু। আরো বক্তব্য রাখেন আজমল হোসেন, ইমরান আহম্মেদ, সাজ্জাদ হোসেন রবিন, মো. রিফন, মো. রুবেল হোসেন, তারেকুল ইসলাম পারভেজ, জাহিদ হোসেন রাকিব, জামিল শাহরিয়ার, দেলোয়ার হোসেন, মে. নাজিম আহম্মেদ, মো. ইব্রাহিম মিয়া, মো. ইব্রাহিম বাবু, আরাফাত হোসেন, রাইসুল ইসলাম, দূর্জয় বিশ্বাস, ইরফানুল ইসলাম অন্তর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
মহানগর মৎস্যজীবী লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে নগরীর নাসিরাবাদ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোজাম্মেল হক চৌধুরী। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জাফর আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হাজী কামরুল হুদা চৌধুরী। আরও উপস্থিতি ছিলেন নগর কমিটির সদস্য জসিম উদ্দিন, মহিউদ্দিন আজিজী, অমল দাশ, নুরুল কবির বাবুল, মাসুম নেওয়াজ, আব্বাস, এম এ আনিস, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, কামরুউদ্দিন, মো. নুর নবী, এনআই শাহেদ, রানা, ইমরান তালুকদার, বেলাল কোম্পানি, হান্নান ভুঞাসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
নগর স্বেচ্ছাসেবক লীগ : শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে সোমবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মালি পাড়ায় ‘বর্ণের স্কুল’ ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন-২০২১ এর ব্যবস্থাপনা উপ-পরিষদের আহবায়ক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু। শুরুতে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুসাফির খানা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুহাম্মদ যোবায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্মআহবায়ক কে. বি. এম. শাহজাহান। উপস্থিত ছিলেন, মুহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, সামশেদ খোকন, সাধন দাশ, পংকজ রায়, নুর আহম্মদ, এনামুল হক, বেলাল হোসেন, আবদুল মতিন, রতন বড়ুয়া, সুমন সেন, এম.এ.এইচ মানিক, আব্দুল বাতেন, মনিরুল ইসলাম মনি, ইলিয়াছ খান মিলন, সবুজ মিয়াজী, জাহেদ হোসেন টিটু, শরিফুল ইসলাম, শাহদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, আফতাব উদ্দিন মাহমুদ, ইসমে আজিম আসিফ, লুৎফুর রহমান শাকিল, জাফর আলীসহ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্নচিহ্নের নীচে
পরবর্তী নিবন্ধএবং বাংলার রেনেসাঁস