বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আন্তরিকভাবে কাজ করতে হবে

ফরহাদাবাদ সেফ হোমে জেলা প্রশাসক

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক কোনো ভূখণ্ড স্থান পেত কিনা সন্দেহ। ১৯৭২ সালের ৭ই মার্চের কালজয়ী সেই ১৯ মিনিটের ভাষণ সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তাঁর এই ভাষণ শুনে এদেশের আপামর জনগণ জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি গত বুধবার রাতে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে প্রতিষ্ঠিত শিশু কিশোরীদের নিরাপদ আবাসস্থল সেফ হোমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। সেফ হোমের তত্ত্বাবধায়ক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) নুসরাত সুলতানা, সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন। প্রধান অতিথি কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজার মহিলা কলেজে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসুন্দর সমাজের জন্য চাই সুস্থ সংস্কৃতি চর্চা