বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে অমলিন থাকবে

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভায় ড. অনুপম সেন

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৫০ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সমিতির অডিটরিয়ামে সমন্বয় পরিষদের আহবায়ক এ.এস.এম. বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মোহাম্মদ মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সৈয়দ মোক্তার আহমদ, আবু মোহাম্মদ হাশেম, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, ,এইচ.এম, জিয়াউদ্দিন, এম.. নাসের চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মেজবাহ উদ্দিন চৌধুরী, জহির উদ্দিন মাহমুদ, স্বপন বিশ্বাস, মোহাম্মদ সেকান্দর চৌধুরী, আবদুল হক, মোশারফ হোছাইন, মোহাম্মদ ফখরুল ইসলাম, রানা মিত্র, জামশেদ আলম, ইসরাত জাহান মুকুল, সাজেদা বেগম সাজু প্রমুখ। প্রধান অতিথি বলেন, ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে কখনো হত্যা করা যাবে না। তাঁর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে অমলিন হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে আয়কর আইন ও অর্থ আইন শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সমাজসেবা দপ্তরের অনুদানের চেক বিতরণ