বখতেয়ার নূর সিদ্দিকীর মতো ত্যাগী নেতা এখন বেশি প্রয়োজন

স্মরণসভায় বক্তাদের অভিমত

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বখতেয়ার নূর সিদ্দিকীর ৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা গতকাল মঙ্গলবার বাঁশখালীর কালীপুর নাসেরা খাতুন রাজকুমারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মরহুমের বড় ছেলে সুমন সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক মফিজুর রহমান। বক্তব্য দেন, সাংগঠনিক সাম্পাদক মোসলেহ উদ্দীন মনছুর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, শীলকুপ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ ন ম ফরহাদুল আলম, জাহাঙ্গীর আলম, আবু ছালেক শফিকুর রহমান, ছাত্রনেতা আব্দুল আওয়াল ইমন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বখতেয়ার নূর সিদ্দিকীর মতো ত্যাগী নেতা এখন বেশি প্রয়োজন। আগামী প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসতে হবে। এর আগে মরহুমের কবরে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন
পরবর্তী নিবন্ধআহলে বায়তের দেখানো পথে চলা মুমিনের জন্য অপরিহার্য