ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। ভারত নাকি নেপাল কোন দলকে বাংলাদেশ পাবে শিরোপা লড়াইয়ে দেখতে চোখ ছিল এই দুই দলের ম্যাচে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ভারত ১০০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে আবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের। ১০ মার্চ ফাইনালে বাংলাদেশ ও ভারতের মেয়েররা লড়বে শ্রেষ্ঠত্বের জন্য। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব১৯ চ্যাম্পিয়নশিপে। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ফাইনালে কোনো দল হারেনি। দীর্ঘ নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। এক মাসের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের আরেকটি ফাইনাল দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ আজ লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ফাইনালের আগে নিয়ম রক্ষার এ ম্যাচটি প্রস্তুতির জন্য ভালো কাজ দেবে বাংলাদেশকে। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কোচ টিটু জানিয়েছেন, আপাতত তার ভাবনায় ভুটান ম্যাচ। ‘এটা যেহেতু ফাইনালের আগের ম্যাচ, এখানে রিল্যাঙ থাকা মোটেও উচিত নয়। ভুটানের বিপক্ষে ম্যাচকে হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে, টুর্নামেন্টে যে বিষয়টা সমস্যা করে, সাসপেনশন, ইনজুরি, লাল কার্ড, হলুদ কার্ডএগুলো এড়িয়ে যেতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ের শীলছড়ি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধকক্সবাজারেও জয় পেলো মুক্তিযোদ্ধা