ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের সুন্নী সম্মেলন

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৮:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের সুন্নী সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি এস এম রাকিব উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী। উদ্বোধক ছিলেন ডা. মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী। প্রধান বক্তা

 

ছিলেন মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ শফিউল আজম চৌধুরী, এস, এম, মাহবুব আলী সাজু,

মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন আল কাদেরী। প্রধান অতিথি বলেন, আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টির জন্য যেমন ইবাদত বন্দেগিতে নিবেদিত থাকতে হবে। তেমনি মানুষের সেবা ও কল্যাণেও প্রয়াস চালিয়ে যেতে হবে। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। মাওলানা

মুহাম্মদ হোসাইনের পরিচালনায় সম্মেলনে আলোচক ছিলেন মুহাম্মদ নুরুচ্ছাপা, মুহাম্মদ ইসহাক আনসারী, আবু আহমদ শেয়ান, মুহাম্মদ নুরুল হাকিম চৌধুরী, মুহাম্মদ মহসিন আলী, মুহাম্মদ শাহজাহান সিরাজ, মুহাম্মদ শামসুল আলম সওদাগর, মুহাম্মদ অহিদুল আলম, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ সিরাজ উদ্দিন লিটন,

মুহাম্মদ এনামুল হক ভান্ডারী, মুহাম্মদ গোলাম আলী, মুহাম্ম নুরুন্নবী মহরম, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু, মুহাম্মদ নিজাম উদ্দিন মুহাম্মদ ইব্রাহিম খলিল খোকন, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ মঈন উদ্দিন রিফাত, সৈয়দ সুলতান মাহমুদ তাহা, হাফেজ মুহাম্মদ সাহেদুল আলম,

মুহাম্মদ আসিবুর রিসাদ ফাহিম, মালানা মুহাম্মদ আবু নুর, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ নাঈমুর রিসাদ, মুহাম্মদ জোনায়েদ হোসেন লিমন, মুহাম্মদ আবু ইউসুফ ইমন, মুহাম্মদ জাকারিয়া হাসান তানভীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় চারপীর আউলিয়া মাদরাসার পিঠা-পুলির উৎসব
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটিতে ত্যাগীদের বাদ দেওয়ার অভিযোগ