ফটিকছড়িতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার ফটিকছড়ি দক্ষিণ জোনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা গত ৫ আগস্ট নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ রফিকুল আনোয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন অ্যাডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম। মাঈন উদ্দিন নূরানীর সভাপতিত্বে ও মাস্টার নোমান অর রশিদ ও উপসচিব ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ফখরুল আনোয়ার। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা এইচ এম মুজিবুল হক শাকুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. তুনাজ্জিনা সুলতানা, নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজন কুমার শীল, অধ্যাপক ফোরকান মিয়া, মেজবাহ উল আলম ভুঁইয়া, এম মুসলেহ উদ্দিন চৌধুরী, হাফেজ হেলাল উদ্দিন, আবুল হাসেম আল কাদেরী, মেজবাহ উল আলম ভূঁইয়া, আহমদ হোসাইন রেজভী, এসএম এরশাদ হোসাইন বোখারী, তসলিম উদ্দিন আল কাদেরী, হাফেজ মো. আনোয়ার, মুহাম্মদ আলমগীর মাসুদ, ইব্রাহিম আল কাদেরী, মোজাম্মেল হক নঈমী। সৈয়দ মিজানুর রহমান ও মোহাম্মদ কুতুব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে প্রথম থেকে নবম শ্রেণির ৩৮ জনকে ট্যালেন্টপুল ও ১৩৮ জনকে সাধারণ গ্রেডে মোট ১৭৬ জনকে বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনালের ক্লাবস্‌ ইনস্টলেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধভারতে বিশ্বকাপ খেলতে সরকারের অনুমতি পেল পাকিস্তান ক্রিকেট দল