ফকির মোহাম্মদ

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম একাডেমির পরিচালক, চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি শারুদ নিজামের পিতা ফকির মোহাম্মদ গতকাল সোমবার বিকেল ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ ভাই, ৩ বোন, স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ মাগরিব নাজির পাড়া রোড বায়তুল আখফা জামে মসজিদে এবং বাদ এশা পশ্চিম ফরিদের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ফকির মোহাম্মদ বিপনী বিতান কল্যাণ সমিতির কর্মকর্তা, নিজ বাড়ি সংলগ্ন বায়তুল আখপা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও মোতোয়াল্লী ছিলেন। ফকির মোহাম্মদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেনচট্টগ্রাম একাডেমির পক্ষে মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, পমা’র চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ, কাপসা২৫ এর সভাপতি চবির ডেপুটি রেজিস্ট্রার এস এম ফোরকান এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রদলের শোডাউন ফেসবুকে ছাত্রলীগের প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা