পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন রয়েছে

রৌফাবাদ শিশু পরিবারের অনুষ্ঠানে মোছলেম উদ্দীন

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

রৌফাবাদ সরকারি শিশু পরিবারের (বালিকা) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান প্রাঙ্গনে সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম বিভাগের পরিচালক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ এম পি। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। বছরের ১ম দিন বই প্রদান, উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষাবান্ধব কর্মসূচি অব্যাহত রেখেছে। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন।
সমাজসেবা চট্টগ্রাম কার্যালয়ের প্রবেশন অফিসার পারুমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ওয়াহিদুল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ, অধ্যক্ষ আবুল কাশেম, কামরুল পাশা ভূঁইয়া, খলিলুর রহমান, কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, আবদুন নবী লেদু, রুহুল আমিন, আব্দুল মালেক, শহানাজ পারভিন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, কফিল উদ্দীন, তাসনিম আকতার, কান্তা মিনু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাবের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিল সরকার
পরবর্তী নিবন্ধজাহাজ থেকে ভোজ্যতেল চুরি করে বিক্রি গ্রেপ্তার ১২