প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হিন্দু ধর্মাবলম্বী এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। গতকাল শনিবার (২৮ মে) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এসএসসি’র মডেল টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মারিয়া বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওই স্কুল ছাত্রী চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে বটতল এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করে।
অভিযুক্ত ওই বখাটের নাম মো. কাইয়ুম (২১)। সে একই ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মৃত মো. ছাত্তারের ছেলে। থানায় বখাটের বিরুদ্ধে আহত স্কুল ছাত্রীর মামা পলাশ দাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামা পলাশ দাশ বলেন, ‘বখাটে কাইয়ুম আমার ভাগ্নীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে আসছিল। আজ (গতকাল শনিবার) সকালে আমার ভাগ্নী স্কুলে এসএসসি’র মডেল টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে চন্দ্রঘোনা মারিয়া বাপের বাড়ি এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে বখাটে কাইয়ুম। তার চুল ধরে মাথার পেছনে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তবে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণে রক্ষা পায় আমার ভাগ্নি।’ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
আহত ওই শিক্ষার্থীর প্রত্যক্ষদর্শী এক সহপাঠী বলেন, ‘বখাটে কাইয়ুম প্রায়শই আমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। আজ (গতকাল শনিবার) বেলা ১২টা থেকে আমাদের ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয়ের পরীক্ষা ছিলো। পরীক্ষা দিতে যাওয়ার পথেই বখাটে কাইয়ুম আমাদের পথরোধ করে এই ঘটনা ঘটায়। বান্ধবীকে সহযোগিতা করতে গিয়ে আমি নিজেও পরীক্ষায় অংশ নিতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, ‘আহত ওই শিক্ষার্থীর মাথার পিছনে ছুরিকাঘাতের ফলে জখম হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।’
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিলকী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।’

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধগতবারের ৩ গুণ অস্থায়ী পশুর হাট বসাতে চায় চসিক