প্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগের সাহিত্য সেমিনার কাল শুরু

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে সশরীরে শুরু হতে যাচ্ছে মাসিক সাহিত্য সেমিনার। শিক্ষা কার্যক্রম অনলাইনে থাকা অবস্থায়ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ নিয়মিত ওয়েবিনারের আয়োজন করেছে। বর্তমান সেশনের (সেপ্টেম্বর ২০২১-ফেব্রুয়ারি ২০২২) সাহিত্য সেমিনার সিরিজের প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর বিকেল ৩ টায় জিইসি মোড়স্থ ক্যাম্পাসের ১০৭ নম্বর কক্ষে। ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের নেতৃত্বে এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে এবারের সেমিনারে সহকারী অধ্যাপক রুমানা চৌধুরী, সহকারী অধ্যাপক শান্তনু দাশ তাঁদের গবেষণাপত্র পাঠ করবেন। সহকারী অধ্যাপক সারাহ ইশিতা থাকবেন সঞ্চালনায়। এছাড়াও আগামী চারমাসে আরও দশটি গবেষণা পত্র পাঠ করবেন বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিভাগের শিক্ষকদের গবেষণামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার তাগিদে উক্ত সাহিত্য সেমিনারগুলোতে সকল সাহিত্যানুরাগীদের আমন্ত্রণ জানাচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনাবাদি জমিতে চাষাবাদ বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা