প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। শিরোপা প্রত্যাশি দলটি গতকাল ফ্রেন্ডস ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীর বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে আব বক্কর এবং শোয়াইবের স্পিন তোপের মুখে পড়ে ১২০ রানে অল আউট হয় ফ্রেন্ডস ক্লাব। টসে জিতে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাব শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার আকিব আলি এবং আবদুল্লাহ আল হোসাইন ৪৪ রান যোগ করেন। এরপর শুরু হয় আবু বক্করের ভেল্কি। ২৫ রান করা আকিব আলিকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন বক্কর। ৯ রান পর আরেক ওপেনার আবদুল্লাহ আল হোসাইনকেও ফেরান বক্কর। এরপর শুরু হয় শোয়াইবের ঘুর্ণি জাদু। মূলত আবাহনীর স্পিনারদের ঘুর্ণির মুখে পড়ে দাঁড়াতেই পারেনি ফ্রেন্ডস ক্লাবের পরের ব্যাটাররা। ফলে ভাল শুরুর পরও ১২০ রানে থামে ফ্রেন্ডস ক্লাবের ইনিংস। দলের পক্ষে হোসাইন ১৯, সাজিদ ১৯, মেহরাব ২১, সাদ্দাম ১০ এবং মনিরুজ্জামান করেন ১০ রান। আবাহনীর পক্ষে আবু বক্কর ১০ রানে নেন ৪ উইকেট। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন শোয়াইব।
১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর দুই ওপেনার মহিউদ্দিন এবং সানজু যোগ করেন ৩৫ রান। ১৮ বলে ৩৩ রান করা মহিউদ্দিনকে ফেরান মাজহারুল। দ্বিতীয় উইকেটে সানজু এবং আবু বক্কর মিলে যোগ করেন ৫৩ রান। ১৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরেন বক্কর। এরপর আর কোন উইকেট হারাতে হয়নি আবাহনীকে। সানজু এবং মোসাদ্দেক হোসেন সৈকত মিলে মাত্র ১০.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। সানজু অপরাজিত থাকেন ২২ বলে ৩২ রান করে। মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত থাকেন ৭ বলে ১৮ রান করে। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ২টি উইকেটই নিয়েছেন মাজহারুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচার হাজার দর্শক দিয়ে যাত্রা হলো শুরু
পরবর্তী নিবন্ধঅধিনায়ক তামিম বললেন ‘অবিশ্বাস্য’