প্রাথমিক শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধ কাজে গুরুত্ব

হাটহাজারী উপজেলা কমিটির সভা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার মূল ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্লাস চলাকালীন বিদ্যালয় পরিদর্শন জোরদার করতে হবে। ইউনিয়ন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভা নিয়মিত করতে হবে। বিদ্যালয়ের সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেসব বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট সেইসব বিদ্যলয়ের তালিকা তৈরি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, আকবর হায়দর চৌধুরী, চেয়ারম্যান জায়নুল আবেদিন, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, প্রশিক্ষক রুবেল চন্দ্র দাশ ও প্রধান শিক্ষক অশোক কুমার নাথ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন