প্রশ্নফাঁস : খুলনার নিখোঁজ চার চিকিৎসককে গ্রেপ্তার দেখাল সিআইডি

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

খুলনা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চার চিকিৎসককে তুলে আনার পর তাদেরকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শনি ও রোববার খুলনা থেকে চার চিকিৎসককে তুলে আনার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ ছিল পরিবারের পক্ষ থেকে। এর মধ্যেই গতকাল সোমবার বিকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের কথা জানানো হয়। পরে তাদেরকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। খবর বিডিনিউজের।

চিকিৎসকরা হলেনলুইস সৌরভ সরকার, শর্মিষ্ঠা মণ্ডল, নাজিয়া মেহজাবিন তিশা ও মুসতাহীন হাসান লামিয়াকে। এর মধ্যে সৌরভ ও শর্মিষ্ঠা ১৬৪ ধারায় মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া এই চারজনকে আটকের আগে শুক্রবার খুলনা থেকে মেডিকেল কলেজে ভর্তির কোচিং সেন্টার থ্রি ডক্টরসের উপদেষ্টা চিকিৎসক ইউনুস উজ্জামান খান তারিমকে আটক করে সিআইডি।

পরে তাকেও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে মোট পাঁচজনকে আদালতে হাজির করে সিআইডি। পরে সবার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে ঢাকা আইসিডিমুখী কন্টেনারের পাহাড়
পরবর্তী নিবন্ধজৈব সার ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক