প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মনজুর আলমের মতবিনিময়

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা, প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার সাথে গতকাল রোববার মোস্তফা হাকিম ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক এম. সাইফুল আলম, মতবিনিময়ে সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, প্রধানমন্ত্রী একজন সৎ ন্যায়পরায়ন মানবতাবাদী মানুষ। তিনি চট্টগ্রামকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের কল্যাণে ২০ হাজার কোটি টাকার অধিক প্রকল্প বরাদ্দ দিয়েছেন। চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সততাকে স্বাগত জানিয়ে আগামী ৪ ডিসেম্বর তাঁর জনসভা সফল করা চট্টগ্রামবাসীর দায়িত্ব বলে আমি মনে করি। তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ- নির্বিশেষে আমরা সকলে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করে আগামীতে চট্টগ্রামের জন্য আরো অবদান রাখার প্রত্যয়ে তাকে উৎসাহিত করি। সভায় সাবেক চেয়ারম্যান সুলতান আহমদ চৌধুরী, শফিউল আলম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, নেছার আহমদ, কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, বরেন্দ্র কুমার, মুনমুন চৌধুরী, বীরেন্দ্র লাল দে, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, বাবুল সেন বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিউএস র‌্যাংকিংয়ে চুয়েট দক্ষিণ এশিয়ায় ৯২তম সেরা বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধমেয়রের সাথে তীর্থ যাত্রীদের মতবিনিময়