প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজাদী বেঁচে থাকবে সবার হৃদয়ে

হামিমা জামিল রুমা | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

ভালোবাসায় আজাদী, ভালোলাগায় আজাদী, ভোরের স্নিগ্ধ মায়ায় পাখিদের কিচিরমিচির শব্দের ছন্দে চায়ের কাপের সাথে আজাদী।
পরিবারের সদস্য আজাদী, প্রতিদিন নিয়ম করে যে বাসায় আসে, অধীর আগ্রহের সাথে বসে অপেক্ষায় থাকি আজাদীর জন্য। আজাদী শুধু একটি পত্রিকার নাম নয়, এটা আমাদের আবেগের জায়গা, জানার জায়গা, সমৃদ্ধির জায়গা। চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরেই ভোর মানেই আজাদী পড়া দিয়েই দিনের শুরু। আজাদী চট্টগ্রামের মানুষদের এতোবেশি ভালোবাসায় আগলে রেখেছেন, প্রতিমুহূর্তে মানুষ শিখছে, সাহিত্য চর্চা করছে, নতুন লেখক সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হচ্ছে স্বচ্ছ একটা সাহিত্য জগত। যেখানে ইতিবাচকতাকে মনে ধারণ করে খুব স্বাচ্ছন্দ্যে নিজের মুখে প্রকাশ করতে না পারা কথাগুলো লিখে প্রকাশ করতে পারছে হাজারো প্রতিভাবানরা। সহজ সরল ভাবনাগুলোকে উপস্থাপন করছে চমৎকারভাবে, যা সমাজের জন্য দেশের জন্য কল্যাণ বয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজাদীর সম্পৃক্ততা আমাদের পূর্ব পুরুষদের থেকে শুরু হয়ে এসেছে, তখন আমাদের দাদারা সকালের শুরুটা আজাদী পত্রিকা পড়ার মাধ্যমে সকাল শুরু করেছেন,, তারপর যুগেযুগে আমাদের বাবারা, তারপর আমরা, এখন আমাদের সন্তানরাও পড়ছে, এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজীবন সবার হৃদয়ে বেঁচে থাকবে আজাদী, ভালোবাসা হয়ে মায়া হয়ে পরিবারের একজন হয়ে। আজাদী পত্রিকার মাধ্যমে আজ চট্টগ্রামের তরুণ লেখকরা নিজেদের সাহিত্যচর্চাকে আরো সমৃদ্ধ করতে উৎসাহিত হচ্ছে। তাদের সুন্দর মন-মানসিকতার সৃষ্টি হচ্ছে, তারা তাদের চর্চার সরাসরি মূল্যায়ন পাচ্ছে বলে আগামীর পথচলায় আলোকিত দিনকে উপলব্ধি করতে শিখছে। এটা আজাদীর অনেক অনেক বড় অবদান। যারা আজাদীতে লেখাগুলো প্রকাশের জন্য নিজেদের মেধা শ্রম দিচ্ছেন তাদের প্রতি সবসময়ই শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা চট্টগ্রামের মানুষের পক্ষ থেকে তাদের সকলের উপর কৃতজ্ঞতা রাশিরাশি।
আমরা একে অন্যের লেখা আন্তরিকতা দিয়ে পড়ি, সেখান থেকে ভালোটা নিজেদের মধ্যে ধারণ করে, নিজেদের জীবনে প্রয়োগ করে একটা ভালো রেজাল্ট বের করার চেষ্টা করি এবং পরে নতুন কিছু সৃষ্টির দিকে আগ্রহী হই। এভাবেই আমরা হতাশামুক্ত হয়ে জীবন কাটানোর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ি আর ভালো থাকতে শিখি ধীরে ধীরে। আজাদী তুমি সকাল বেলার ধোঁয়া উঠা চায়ে চুমুক, ভালোবাসা ভালোলাগায় দেখি তোমার মুখ!

পূর্ববর্তী নিবন্ধসব আছে কিছু নেই
পরবর্তী নিবন্ধপ্রতারণা