প্রকাশিত সংবাদ প্রসঙ্গে শিক্ষাবোর্ডের বক্তব্য

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

গতকাল আজাদীর প্রথম পাতায় ‘নাম ও বয়স সংশোধনী সভায় তুলকালাম/থানায় জিডি’ শিরোনামে প্রকাশিত সংবাদ বিষয়ে নিজেদের বক্তব্য পাঠিয়েছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের সচিব স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়েছে, ঘটনার দিন উল্লেখিত আবেদনকারীর (মান্দি ডি কস্তা) আবেদনের শুরুতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তার মানসিক সুস্থতার বিষয়ে প্রশ্নের জন্ম দেয়। তার আবেদন নিয়ম মোতাবেক ২০১০ সালের পূর্বের বিধায় ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণ করা হয় এবং সভায় উত্থাপিত হয়। উল্লেখ্য, ইতোপূর্বে তার পিতা ও মাতা তার মানসিক অসুস্থতার বিষয়ে বোর্ডকে অবহিত করে প্রমাণসহ পত্র প্রদান করে। সভায় উত্থাপিত আবেদনের ক্রমানুযায়ী সাক্ষাতকার গ্রহণ করে তা নিস্পত্তি করা হয় বিধায় তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখার অভিযোগ মিথ্যা যা দালিলিক ভাবে প্রমাণযোগ্য। সভায় তার আবেদন উত্থাপিত হলে চেয়ারম্যানের নেতৃত্বে ১২ সদস্যের বোর্ডের সম্মুখে তার আবেদনের শুনানিকালে সে মারমুখি হয়ে উঠে। এক পর্যায়ে সে বোর্ড চেয়ারম্যানের সম্মুখে ফাইল ছুঁড়ে তার দিকে তেড়ে গেলে সেকশন অফিসার আবু তাহের নিজামী তাকে থামানোর চেষ্টা করে। এসময় নিজামীকে সে প্রচন্ড ধাক্কা দিয়ে ফেলে দিলে তার (নিজামীর) হাতের হাড়ে ফ্রেকচার হয়েছে মর্মে এঙ-রে রিপোর্ট আসে। পরবর্তীতে সে আনসার সদস্যকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় জিডি করা হয়। নাম ও বয়স সংশোধন সভায় উপসচিব ডেস্ক অফিসার বিধায় বোর্ড চেয়ারম্যান ক্ষমতাবলে তাকে সভার সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেছেন। উল্লেখ্য, অন্যান্য বোর্ডেরও উপসচিব এ সংক্রান্ত সভার সদস্য। বোর্ডে নগদ টাকায় কোনো লেনদেন হয় না। সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে হয় বিধায় এ সংক্রান্ত বিষয়ে উপসচিবের টাকা চাওয়ার কোনো সুযোগ নাই।

প্রতিবেদকের বক্তব্য : বোর্ডের বক্তব্য অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতাবলেই (বিশেষ আমন্ত্রণে) উপসচিবকে নাম-বয়স সংশোধনী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে। আর নাম সংশোধনের কাজটি করে দিতে উপসচিব টাকা দাবি করেছেন মর্মে যে তথ্য উল্লেখ করা হয়েছে, সেটি আবেদনকারী যুবকের প্রদত্ত তথ্য। সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। ঘটনা প্রসঙ্গে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ও আবেদনকারী যুবকের বক্তব্য নিয়েই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউএনও পরিচয়ে টাকা দাবি
পরবর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস ২০ অক্টোবর