প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উদীচী জেলা সভাপতির ব্যাখ্যা

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

উদীচী কেন্দ্রীয় কমিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দৈনিক আজাদীতে প্রকাশিত ‘উদীচী চট্টগ্রাম জেলা সংসদ বিলুপ্ত’ এবং ১১ জন সদস্যের প্রাথমিক সদস্যপদ বাতিল সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারী শফী। তিনি এ সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, উদীচী চট্টগ্রাম জেলা সংসদ বিলুপ্তির কেনো বৈধ এখতিয়ার কেন্দ্রীয় কমিটির নেই। গঠনতান্ত্রিক ধারা বলে শুধুমাত্র জাতীয় পরিষদ তদন্ত কমিটি গঠন করে এটা করতে পারে। আমি কেন্দ্রীয় কমিটির এ ধরনের অগণতান্ত্রিক কাজের নিন্দা জানাচ্ছি। ১১ জন সদস্য যাদের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয় বলা হয়েছে, তারা সবাই চট্টগ্রামের উদীচীর নিবেদিত প্রাণ সংগঠক। তারাই চট্টগ্রামে উদীচীর চালিকাশক্তি। কেন্দ্রীয় কমিটি কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেও জাতীয় পরিষদের অনুমোদন ব্যতীত সেটি চূড়ান্ত হয় না। সুতরাং কারও বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে তাদের নামে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তাদের মর্যাদাহানি করা কোনোভাবেই সমীচীন হয়নি। আরও বলতে চাই, চট্টগ্রামের এসব নিবেদিতপ্রাণ সংগঠকরা কোনো ধরনের বিন্দুমাত্র সংগঠন বিরোধী কিংবা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন, সেটা চট্টগ্রামের আপামর সংস্কৃতিকর্মী অবগত আছেন। তাদের বিরুদ্ধে এই অন্যায়ের বিচার আমি উদীচীর সকল সদস্যের কাছে দিলাম। শেষে বলতে চাই, দুষ্টচক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ আজ রোষানলে পড়েছে। দুষ্টচক্রের কবল থেকে উদীচীকে মুক্ত করুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআম গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধব্যবসায়ী সুজিত দাশ