প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ওয়াসার বক্তব্য

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

গতকাল মঙ্গলবার দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত ‘কার্পেটিং করা সড়কে ফের খোঁড়াখুঁড়ি’ শীর্ষক সংবাদের বিষয়ে চট্টগ্রাম ওয়াসা তাদের লিখিত বক্তব্য জানিয়েছে। ওয়াসা জানায়, চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২ এর আওতায় অক্সিজেন মোড় থেকে মুরাদপুর পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে রাস্তা কর্তনের অনুমতি নিয়ে ডাকটাইল পাইপলাইন স্থাপন কাজ করছে। পাইপলাইন স্থাপনের প্রয়োজনে গত সোমবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের আওতাধীন একটি গ্যাস পাইপলাইন এবং চেম্বার স্থানান্তরের প্রয়োজন হয়। এতে আতুরার ডিপো এলাকায় রাস্তা কর্তন করা হয়। ইতোমধ্যে উক্ত পাইপলাইন এবং চেম্বার স্থানান্তর কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজটি সম্পন্ন হলেই উক্ত রাস্তা ব্যাকফিলিং করে চলাচলের উপযুক্ত করে দেয়া হবে। এছাড়া পশ্চিম বাকলিয়া এলাকার শেষ প্রান্তে পানি সরবরাহ উন্নীতকরণের লক্ষ্যে সিরাজুদ্দৌলা রোডস্থ ৩০০ মিমি ব্যাসের পাইপলাইনের সঙ্গে চন্দনপুরা বাই লেনস্থ পশ্চিম বাকলিয়া অভিমুখী ২০০ মিমি ব্যাসের পাইপলাইনের আন্তঃসংযোগ কাজ এবং তদসংলগ্ন ৫০০ ফুট পাইপলাইন স্থাপন কাজ চলমান। আগামী ২৩ এপ্রিলের মধ্যে কাজটি সম্পন্ন হলে পশ্চিম বাকলিয়া এলাকায় পানি সরবরাহের উন্নতি হবে।

পূর্ববর্তী নিবন্ধসরলে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেবে ছাত্রলীগ