প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

গত ৫ জানুয়ারি দৈনিক আজাদী পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘শ্রমিক নিহতের ঘটনা, এসএ শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধে নির্দেশনা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইকেলার্স এসোসিয়েশন’।
প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন এবং সঠিক তথ্য নির্ভর নয় বলে দাবি করে ‘বাংলাদেশ শীপ ব্রেকার্স এন্ড রিসাইকেলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. আবু তাহের প্রতিবাদপত্রে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ইয়ার্ড কর্তৃপক্ষের গাফেলতির কথা বলা হয়েছে মর্মে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। তাছাড়া শীপ ইয়ার্ডে ১৫/১২/২০২০ ইং তারিখ পর্যন্ত কোনো জাহাজ ছিল না, যে কারণে সেখানে কোনো শ্রমিকের কাজ ছিল না এবং কোনো ধরণের মৃত্যুর ঘটনাও ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধ১৩ ফেব্রুয়ারি জামালখানে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধজাহাঙ্গীর হোসেন ছিলেন দেশপ্রেমিক ব্যক্তি