পোর্ট সিটি ভার্সিটিতে ‘ভূমি রেকর্ডের হালনাগাদ আইন ও বাস্তবতা’ বিষয়ে সেমিনার

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদো্যগে গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘বাংলাদেশের ভূমি রেকর্ডের হালনাগাদ : আইন ও বাস্তবতা’’ বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল আনোয়ার। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত। তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভূমি রেকর্ডের সংশোধন, পদ্ধতি ও প্রায়োগিক আইনের উপর আলোচনা করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন মোহম্মদ ইউনুস ।আইন বিভাগের প্রভাষক মিশু বড়ুয়ার উপস্থাপনায় বিভাগের সভাপতি জিয়াউল করিম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পানি দিবসের র‌্যালি
পরবর্তী নিবন্ধগতবারের সাফল্যে রাঙ্গুনিয়ায় বেড়েছে গমের চাষ