পোর্ট সিটি ভার্সিটিতে কর্পোরেট ক্যারিয়ার এক্সপো শীর্ষক সেমিনার

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১২ মার্চ থেকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘কর্পোরেট ক্যারিয়ার এক্সপো ’ শীর্ষক তিন দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। তিনদিনব্যাপী আয়োজনে আছে, ক্যারিয়ার গ্রুমিং সেশন, সিভি রাইটিং প্রতিযোগিতা এবং ডেমো ইন্টারভিউ সেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. নুরুল আনোয়ার। তিনি সিভি রাইটিং পদ্ধতি এবং চাকুরীর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পূর্ব প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি গনেশ চন্দ্র রায়। তিনি এরকম ক্যারিয়ার গ্রুমিং সেমিনার ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার এ নিষ্কন্টক পথ তৈরী করে দেয়। একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. এম মজিবুর রহমান চাকুরীর ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অত্যাবশ্যকীয় করণীয় ইন্টারভিউর পদ্ধতি ও নিজস্ব অভিজ্ঞতা সম্পর্কে আলোকপাত করেন। মূল আয়োজনে ক্যারিয়ার গ্রুমিং সেশন এ ছাত্র-ছাত্রীদের নির্দেশনা দেন বিভাগের ডীন প্রফেসর ড. মো. ফসিউল আলম এবং সিনিয়র প্রভাষক শেখ মোহাম্মদ ইমরান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ডায়মন্ড সিমেন্টের ব্যবসায়ীদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধজলিল টেক্সটাইল মিল পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কমিটি