পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

৭০৯ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের সুপারিশ

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৪তম সভা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রি সম্পন্ন করা ৭০৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও সকল প্রোগ্রামের ফল-২০২১ সেমিস্টারের চূড়ান্ত ফলাফল ও বিশ্ববিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, এহসানুল হক রিজন, মোহাম্মদ আলী আজম স্বপন, মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডিন, কো-অর্ডিনেটরবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যানসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রুতি অঙ্গনের দশম বার্ষিক উচ্চাঙ্গ সংগীত সম্মেলন
পরবর্তী নিবন্ধলিটল স্টার মডেল স্কুলের যুগপূর্তিতে অনুষ্ঠান