পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষকদের কর্মশালা

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিঙ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইন, ইংরেজি, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, ন্যাচারাল সায়েন্সসহ বিভিন্ন বিভাগে নব নিযুক্ত ৩২ জন শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। ফ্যাকাল্টি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। এ সময় তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ আবশ্যক। পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে এ প্রশিক্ষণ শিক্ষকদের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন তিনি। শ্রেণিকক্ষে শিক্ষকদের যুগোপযোগী ও গবেষণামূলক শিক্ষা দেয়ার জন্য আহ্বান জানান তিনি। এ কর্মশালার সমন্বয়ক হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ডেভলপমেন্টের কো-অর্ডিনেটর ফারজানা আমিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রা, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানোন্নয়নে সিপিডিএলের অভূতপূর্ব উদ্যোগ
পরবর্তী নিবন্ধএমএসএস আব্দুল বারী বালিকা বিদ্যালয়ে সভা