পোর্ট সিটি ইউনিভার্সিটির বাজেট ঘোষণা

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ও অর্থ কমিটির চেয়ারম্যান তাহমিনা খাতুনের সভাপতিত্বে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সরকারের পানি সম্পদ উপমন্ত্রী ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেন। শিক্ষা, গবেষণা, আইটি, ল্যাবরেটরি, লাইব্রেরি ও অবকাঠামো উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য সর্বমোট ২৮,৭৭, ৫০, ০০০ টাকার বাজেট সভায় উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। বাজেটে শিক্ষা, গবেষণা, আইটি ও উন্নয়ন খাতে সর্বোচ্চ মোট ১৩,৫৭,৫০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আয় ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের অনুদানের অর্থ দ্বারা এই ব্যয় নির্বাহ করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ট্রাস্টি বোর্ডের সদস্য ও একাডেমিক এডভাইজার প্রফেসর ড. এম. মজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলি আজম স্বপন, ইপ্সিতা আশরাফী হক, এহসানূল হক রিজন, শামীম আরা হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরল আনোয়ার, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগীয় প্রধান, আয়কর উপদেষ্টা, উপ-পরিচালক (অর্থ), প্রধান হিসাব রক্ষক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইয়াবা ও স্বর্ণের বারসহ আটক ১
পরবর্তী নিবন্ধঅসহায় ১০ পরিবার পেল রিক্সা ভ্যান