পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের কর্মশালা কাল

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উদো্যগে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কনসেপ্ট টু প্রোডাকশন: এ জার্নি টু ফ্যাশন ওয়ার্ল্ড’ বিষয়ক কর্মশালার আয়োজন হতে যাচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক তানজিবুল হাসান সজীব। কর্মশালা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার।

ফ্যাশন ডিজাইন বিভাগের সভাপতি তামিমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ছয়শ লিটার চোরাই তেলসহ এক ব্যক্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশিশুদের কারিগরি শিক্ষায় নিতে সরকার যথেষ্ট আন্তরিক